• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০১:২০:৩৫ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০১:২০:৩৫ (14-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার শপথ করালেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান কিশোর

২৬ মার্চ ২০২৪ বিকাল ০৪:২০:১২

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার শপথ করালেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান কিশোর

কুমিল্লা প্রতিনিধি: স্বাধীনতার ৫৩ বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ, জয় বাংলা স্লোগানসহ মুক্তিযুদ্ধাদের অবদান বৃথা যেতে না দিতে সবাইকে শপথ বাক্য পাঠ করালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।

২৬ মার্চ মঙ্গলবার সকালে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে থেকে তিনি এই শপথ পাঠ করান।

মহান স্বাধীনতা দিবসের এ শপথ পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আহমেদ হোসেন আউয়াল।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান কিশোর সরকারের পাশে ছিলেন তার বাবা এ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।

‘মহান স্বাধীনতা দিবসের শপথ’ শিরোনামের শপথ বাক্য ‌‌জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আজ স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারনসহ জয় বাংলা স্লোগান বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭