• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৬:০১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৬:০১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, আটক ২

২৪ মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৬:৩৭

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সিলভার ক্রিসেন্ট হাসপাতাল নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আনিকা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুরের পর ম্যানেজারকে মারধর করে পুলিশ কাছে সোর্পদ করেছে নিহতের স্বজনরা।

২৪ মার্চ রোববার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এঘটনা ঘটে। মৃত আনিকা সদর উপজেলার ফতুল্লার নয়াবাজার এলাকার রোমান মিয়ার স্ত্রী।

নিহতের স্বজন ও স্বামীর অভিযোগ, শনিবার সন্ধ্যায় চিকিৎসক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে ভোরে তার জ্ঞান ফিরলে ব্যাথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক তাকে ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে স্বজনরা এসে বিক্ষোভ করে ভাঙচুর করে। পরে মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালে সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি পরিবারের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, পুলিশ সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় হাসপাতালের দুইজনকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪