• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩১:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩১:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ’র বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

২৩ মার্চ ২০২৪ রাত ০৯:৪২:৫৫

নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ’র বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিরাপদ সীমান্ত, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ বিজিবি-বিএসএফ বাহিনীর মধ্যে সুসমন্বয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারে অনুষ্ঠিত হলো ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ। ২৩ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজিবির মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ২৫ ঘটিকা পর্যন্ত পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং বিএসএফ ১৬৪ আরাদপুর ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকী নামক স্থানে বিজিবি’র আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষে সভায় ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি।

অপরদিকে ভারত সীমান্তের পক্ষে সভায় ৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন বিএসএফ ১৬৪ আরাদপুর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা।

সৌজন্য সাক্ষাতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে সু-সমন্বয় ও দ্বি-প্রাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ২ বছরে সীমান্তে কোন ধরনের অনাকাংক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮