• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩১:১৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩১:১৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

২২ মার্চ ২০২৪ দুপুর ১২:০৫:৩৭

হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।  

১৬ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন মাঝি (৪০) ওই এলাকার আব্দুল কাদের মাঝির ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মার্চ শুক্রবার রাজনৈতিক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীগঞ্জ বাজারে ড. শাম্মী আহমেদের অনুসারী ও পংকজ নাথের অনুসারীরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। নিহতের স্বজনদের দাবি, এ দ্বন্দ্বের জেরেই জামাল উদ্দিন মাঝিকে খুন করা হয়েছে।

নিহত জামাল স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের অনুসারী ছিলেন। শনিবার সকালে আলীগঞ্জ রওয়ানা দেন জামাল উদ্দিন মাঝি। কিছুদুর অগ্রসর হতেই একটি সয়াবিন ক্ষেতের মধ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। মেডিকেলের রিপোর্ট ও অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০








কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১