• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৭:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৭:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদলগাছীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

১৭ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:১০

বদলগাছীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ রোববার সকালে দিবসটি পালনের শুরুতেই উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য-শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন)।  

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি  আবু শাহিন মণ্ডলসহ উপজেলা আওয়ামী লীগের সকল ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সম্পাদকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী,  শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সুধীজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩