• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৪৬:২৪ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৪৬:২৪ (09-May-2024)
  • - ৩৩° সে:

বীরগঞ্জ সরকারি কলেজে পালন হয়নি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে প্রাতিষ্ঠানিকভাবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন না করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক মো. আমিনুল ইসলাম মিন্টু। তিনি কলেজের ড. একেএম মাসুদুল হকের তীব্র সমালোচনা করেন।প্রভাষক নজরুল ইসলাম খান বুলু জানান, ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালনে আনুষ্ঠানিক কর্মসূচি না থাকায় জাতির প্রতি চরম অবমাননা করা হয়েছে। এর আগেও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে ছাত্র/ছাত্রীদের মধ্যে কোন আলোচনা ও কোন আনুষ্ঠানিক কর্মসুচি পালন করা হয়নি।প্রভাষক জাহিদুল ইসলাম ফরহাদ জানান, কলেজটি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ করে শিক্ষার মান উন্নয়নে বীরগঞ্জবাসীকে একটি সরকারি কলেজ উপহার হিসেবে দিয়েছেন। সেই প্রতিষ্ঠানে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করে কোন অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করা হবে, না মেনে নেওয়া যায় না।এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার ছাত্রলীগের বীরগঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক আর রাফি রুদ্র ও যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ সভা, প্রতিবাদ ও মানববন্ধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক লিমন রানা, কলেজ ছাত্রলীগের সদস্য রাফি, সায়েম, নাজমুল, ফাহিম প্রমুখ।ঘটনাটি জানাজানি হলে এলাকার সুধী সমাজ ও অভিাভাবকদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী মুঠোফোনে জানান, ঘটনাটি আমি শুনেছি।এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ড. একেএম মাসুদুল হক।