• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:০৮:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:০৮:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১ কোটি ৩০ লক্ষ মানুষ টিসিবির স্বল্পমূল্যের পণ্য পাচ্ছে: পলক

১৬ মার্চ ২০২৪ দুপুর ১২:৩৬:০৮

১ কোটি ৩০ লক্ষ মানুষ টিসিবির স্বল্পমূল্যের পণ্য পাচ্ছে: পলক

নাটোর (সিংড়া) প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১ কোটি ৩০ লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী টিসিবির মাধ্যমে সহায়তা করছেন। স্বল্প আয়ের মানুষের জন্য এটা বড় পাওনা।

১৬ মার্চ শনিবার সকাল ১০টায় সিংড়া গোডাউন চত্বরে সৌদি বাদশার উপহার হিসেবে সে দেশ থেকে আসা বিভিন্ন পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সৌদি বাদশা উপহার হিসেবে এ বছরও চাল, ডাল, তেল, লবণ ও ছোলা পাঠিয়েছেন। যেগুলো দেশব্যাপী ৫শ’ শতাধিক পরিবারের মাঝে নিয়মিত বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া সরকারের জনপ্রতিনিধিরা অসহায় মানুষের পাশে রয়েছেন। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সর্বদাই সচেষ্ট রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সাংবাদিক, সাধারণ জনগণ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অঙ্গ ও সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ