• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ১ হাজার কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে পবিত্র মাহে রমজানের ঈদ উপলক্ষে ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।১ এপ্রিল সোমবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার জন পিসিবি'র কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিসিবি'র পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. মেহেদী হাসান, ইউপি সদস্য এবং ট্যাক অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান জানান, পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর ঈদ উপলক্ষে পিসিবি'র পণ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষ অর্থাৎ এই ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের  মাঝে সরকার নির্ধারিত মূল্যে ১ হাজার জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি মসুরের ডাউন, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল। যার নির্ধারিত সরকারি মূল্য ছিল ৫শ' ৪০ টাকা। পবিত্র মাহে রমজানের টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান এই চেয়ারম্যান।