• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১২:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১২:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাথরঘাটায় আগুনে পুড়ে ছাই ১২ দোকান

১৪ মার্চ ২০২৪ বিকাল ০৩:২৬:২৮

পাথরঘাটায় আগুনে পুড়ে ছাই ১২ দোকান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ১২টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ মার্চ বুধবার সকাল ৭টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পরেই বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বরগুনা জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, ভোর রাতে সেহরীর ভাত খেয়ে সবাই ঘুমিয়ে ছিলেন। পরে সকালে কয়েজন লোক দেখতে পান ইদ্রিসের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ১২টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান জানান, আগুন লেগে অনেকগুলো ঘর পুরে গেছে। আমরা তালিকার কাজ শুরু করেছি। তালিকা শেষে সরকারি অনুদান ক্ষতিগ্রস্তদের দেয়ার ব্যাবস্থা করবো। ইতোমধ্যে এমপি তার ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা করেছেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সাথেই আমাদের টিম আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

সংসদ সদস্য সুলতানা নাদিরা জানান, ঘটনা শোনার পরেই আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলো দেখে এসেছি। আমার পক্ষ থেকে সকলকেই সহায়তা করেছি এবং সরকারি ভাবেও সহায়তা করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪