• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় গাঁজাসহ মাদক কারবারি আটক

১০ মার্চ ২০২৪ দুপুর ০২:৫৬:১১

পীরগাছায় গাঁজাসহ মাদক কারবারি আটক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় ৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ।

৯ মার্চ শনিবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা বাধের রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন নাওটানা গ্রামের মৃত কবিরাম চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী সঞ্জীত চন্দ্র বিশ্বাস (২৩)।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামের নেতৃত্বে পুলিশ কিসামত ছাওলা বাধের রাস্তা সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এরপর আলীবাবা থিমপার্ক থেকে ছেড়ে আসা সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময়  ৫ কেজি গাঁজাসহ শ্রী সঞ্জীত চন্দ্র বিশ্বাসকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ মাদক গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সঞ্জীত।

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ