• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২১:৫৮ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২১:৫৮ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা-ময়মনসিংহ সড়কের ডিভাইডারের গাছে পানি দেয়ার উদ্যোগ

৬ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৯:১৩

ঢাকা-ময়মনসিংহ সড়কের ডিভাইডারের গাছে পানি দেয়ার উদ্যোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর: ঢাকা ময়মনসিংহ সড়কের ডিভাইডারে অনেক ধরণের বৃক্ষ রোপণ করা আছে। যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা সবাই এই সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে শুকনো মৌসুমে এই বৃক্ষগুলো খুব নাজেহাল অবস্থায় পড়ে যায়। পানি না থাকায় ইতোমধ্যে অনেক বৃক্ষই মারা গিয়েছে। এজন্য যদি পানি দেয়া সম্ভব হয়, তবে বৃক্ষগুলো বেঁচে যেতে পারে। সে লক্ষেই গ্রীন প্লাটিনাম পোশাক তৈরি প্রতিষ্ঠান কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি. গাছগুলোতে পানি দেয়ার উদ্যোগ নিয়েছে।  

৬ মার্চ মঙ্গলবার সকালে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভিন। এ সময় তিনি বলেন, আমরা অনেক উদ্যোগ দেখেছি কিন্তু এ ধরণের উদ্যোগ এটাই প্রথম। গাছগুলোর কথা ভাবলে আমাদের এই পৃথিবীই সুন্দর থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর সার্কেলের এডিশনাল এসপি মিরাজুল ইসলাম বলেন, যেকোনো ভালো কাজের সাথে আমরা থাকতে চাই। এ ধরণের কাজে আমাদের সাপোর্ট অব্যহতভাবে থাকবে।

পরিবেশ ও নদী নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসাইন সিঙ্গাপুরের উদাহরণ টেনে বলেন, অন্যান্য দেশে গাছের লিস্ট থাকে। সে অনুযায়ী গাছগুলোর ইনভেনটরি মেইনটেইন করা হয়। এ কারণেই তাদের গাছগুলো নষ্ট হয় না। সে ক্ষেত্রে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি. দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি ডিপার্টমেন্টের ব্যবস্থাপক ও কলাম লেখক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দীন আহমেদ বলেন, আমরা দেখানোর জন্য কোনো কাজ করতে চাই না। কাজগুলো হবে সমাজ ও দেশের জন্য। সবাই এগিয়ে আসলেই কেবল এ কাজগুলো সহজীকরণ করা সম্ভব। আমরা আমাদের এ ধরণের কাজ অব্যহত রাখতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষানুরাগী ও সমাজকর্মী ফিরোজ মিয়া, কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিমিটেডের অপারেশন হেড মাশরাকুল হক চৌধুরী, ইজ্ঞিনিয়ারিং হেড দেওয়ান নুরুজ্জামান, কমপ্লায়ান্স ব্যবস্থাপক শফিউল কাফি ও শাকিল পারভেজ, গাজীপুর সদরের সাবেক ছাত্রলীগ নেতা লোকমান হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ