• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করলেন কলেজ শিক্ষিকা

২ মার্চ ২০২৪ বিকাল ০৪:৫৬:০২

প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করলেন কলেজ শিক্ষিকা

রাজশাহী প্রতিনিধি:  প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পুঠিয়া জামনগর কলেজের সহকারী অধ্যাপক লুৎফন্নেসা নেসা বেগম। ২ মার্চ শনিবার সকাল ১১ টায় রাজশাহী মডেল প্রেস ক্লাবে  এ সংবাদ সম্মেলন করে কলেজ শিক্ষিকা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রতিবেশী কুসুম মন্ডল তাকে কুপ্রস্তাবসহ একাধিকবার বাড়ির প্রবেশপথ খননসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। কুসুম মন্ডলের কুপ্রস্তাবে সারা না দিলে সে গভীর রাতে তার বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। তার এই অপকর্মের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় বিচার চেয়ে না পেয়ে ২০১৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি। 

সেই মামলাটি এখন রায়ের দিকে এগিয়ে আসলে এখন তিনি মামলাটি তুলে নিতে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন।

তিনি আরও বলেন, তার এই হুমকির কারণে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার বাড়ির ভাড়াটিয়াকে তাড়িয়ে আমার আর্থিক ক্ষতির লক্ষ্যে সে বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। তার অত্যাচার থেকে বাঁচতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ