• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৩:২৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৩:২৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় মাদরাসা সুপারের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

১ মার্চ ২০২৪ সকাল ১০:২৬:২০

কাউনিয়ায় মাদরাসা সুপারের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় পূর্বশত্রুতার জেরে রাসুলপুর মোজাহারিয়া দাখিল মাদরাসার সুপার শামসুল হক সরকারের উপর হামলা ঘটনা ঘটেছে। হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীর ব্যানারে সুমন বাজারে এলাকায় মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক নুরুজ্জামান, সহকারী শিক্ষক নাজমা আক্তার, আলমগীর, আব্দুল কাদের বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুম আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মাদরাসার নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে বুধবার বিকেলে স্থানীয় বাজারে মাদরাসার সুপার সামসুল হক সরকারের উপর হামলা চালায় আব্দুল কাদের ও তার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আমরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মাদরাসার সুপার সামসুল হক সরকার বলেন, বুধবার বিকালে মাদরাসা ছুটির শেষে নিজ বাড়িতে মোটরসাইকেলে যাওয়ার পথে মিরবাগ বাজারে পৌঁছলে তার পথ রোধ করে তাকে মারপিট করে আব্দুল কাদের ও তার লোকজন।

তবে অভিযুক্ত আব্দুল কাদের তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মাদরাসার সুপারের লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এখন তারা আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফরহাদ মন্ডল জানান, আমরা উভয় পক্ষেরই অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩