• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৫:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৫:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাছায় বঙ্গবন্ধু কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:০৮:৩৪

গাছায় বঙ্গবন্ধু কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহানগর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের গাছা বঙ্গবন্ধু কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাছা বঙ্গবন্ধু কলেজ গভর্নিংবডির সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহির সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আদম আলী, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল , মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহীদুল্লাহ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন মোল্লা, কৃষক লীগ সভাপতি শাহজালাল তরুণ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটনসহ কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই কলেজটি আমার বাবা শহীদ হাসান মাস্টার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। একটি বিশেষ মহল নানা ষড়যন্ত্র করে বিগত বছরগুলোতে কলেজটিকে অবহেলিত করে রেখেছিল। কিন্তু আমি নতুন করে এই কলেজের হাল ধরেছি।

তিনি আরও বলেন, আমি নতুন করে এই কলেজের নতুন ভবনসহ আকর্ষণীয় গেট ও বাউন্ডারি করে দিয়েছি। এক সময় এখানে কোন ছাত্রছাত্রী ভর্তি হতে চাইত না, কিন্তু আমি সহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই কলেজে ছাত্র-ছাত্রীদের পদচারনায় কলেজে আঙ্গিনা মুখরিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ