• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৬:৫১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৬:৫১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরগুনা হাসপাতালের এনআইসিইউ বিভাগ উদ্বোধন

২৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৮:১১

বরগুনা হাসপাতালের এনআইসিইউ বিভাগ উদ্বোধন

বরগুনা প্রতিনিধি: বরগুনায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২৭ শয্যার এনআইসিইউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফজলুল হক, পৌর মেয়র আ্যাড. কামরুল আহসান মহারাজ, তত্ত্বাবধায়ক বরগুনা জেনারেল হাসপাতাল ডা. নাজমুল আহসান।

এছাড়াও, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ গ্রহণ করেন।

এ সময় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, আমরা নতুন করে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে সকলে একত্রে কাজ করতে চাই। সেবাদাতা এবং সেবা গ্রহণকারী সকলকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।

সমাজে কিছু মানুষ আছেন, যারা অনবরত কাজ করে যাচ্ছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি। তাই তিনি সকলকে এক সাথে এলাকার উন্নয়নের জন্য কাজ করারও আহবান জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ