• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫০:১৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫০:১৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

এবার কোম্পানীগঞ্জের পুকুরে ধরা পড়ল রূপালি ইলিশ

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২০:২৪

এবার কোম্পানীগঞ্জের পুকুরে ধরা পড়ল রূপালি ইলিশ

নোয়াখালী প্রতিনিধি: এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ধরা পড়েছে একটি রূপালি ইলিশ। খবর পেয়ে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় করে ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন।  

২৩ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট এলাকার নাডার দোকান সংলগ্ন এনামুল হক ওরফে মিয়া মেম্বারের প্রজেক্টের পুকুরে মাছটি ধরা পড়ে।  

পুকুরের মালিকের ছেলে বসুরহাট পূবালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের সজিব বলেন, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পুকুরের পানি কমলে শুক্রবার জাল টেনে কোরাল, কার্ফু, তেলাপিয়াসহ কিছু মাছ ধরা হয়। এ সময় একটি ইলিশও জালে ধরা পড়ে। ইলিশটির ওজন প্রায় ৬শ’ গ্রাম। তাৎক্ষণিক আমি মাছটির ঘ্রাণ রং দেখে এটি ইলিশ মাছ বলে নিশ্চিত হয়েছি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।    

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি এ ইলিশ মাছের ছবি দেখেছি। এটি একেবারে অরজিনাল টাটকা ইলিশ। চরফিকরা ও চরএলাহী ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছ ঢুকে পড়ে এই পুকুরে বড় হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ