• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:৩৭ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:৩৭ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুসিক উপনির্বাচনে ৪ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ

২৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪৭:৩৯

কুসিক উপনির্বাচনে ৪ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টায় কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

কুসিক নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীক, দুইবারের সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি, বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক।

প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, বেলা ২টা থেকে প্রতি ওয়ার্ডে একটি মাইক ব্যবহার করা যাবে। কোথাও কোনো খাবার ও পানীয় বিতরণের সুযোগ নেই। উঠান বৈঠক, পথসভা করার আগে অবশ্যই পুলিশকে জানাতে হবে। প্রচারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করা যাবে না। তা ছাড়া নির্বাচন মনিটরিং কমিটিতে প্রার্থীদের প্রতিনিধি থাকবে।

কুমিল্লা সিটি করপোরেশনে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ হবে। ১০৫টি কেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে তৎকালীন মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে পরাজিত করে নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ডিসেম্বরে মেয়র রিফাতের মৃত্যুতে পদটি আবার শূন্য হয়। সে অনুযায়ী মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭