• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪২:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪২:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

শান্তিপূর্ণভাবে চলছে জলঢাকা পৌরসভার উপ-নির্বাচন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা পৌরসভায় মেয়র পদের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ  চলছে। সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর মৃত্যুতে শূন্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।২৮ এপ্রিল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পুরুষ ও নারী ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন- নারিকেল গাছ প্রতীকের নাসিব সাদিক হোসেন, মোবাইল ফোন প্রতীকের ছাদের হোসেন ও রেলইঞ্জিন প্রতীক নিয়ে ফাহমিদ ফয়সাল চৌধুরী।১৮টি কেন্দ্রের ১১৭টি কক্ষে এ নির্বাচনে মোট ৩৭ হাজার ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন ও নারী ভোটার ১৮ হাজার ৪১৭ জন। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে শতকরা ২০ শতাংশ।