• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৪৬:৫০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৪৬:৫০ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫০:৫৬

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরে ওয়ালটনের সৌজন্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় মহানগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলমেশ্বর রোকেয়া সরণী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। বাংলাদেশের ইতিহাস ও সাধারণ জ্ঞানের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করে বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

কলমেশ্বর রোকেয়া সরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ আফজালুর রহমান খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী, বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকবৃন্দ, ওয়ালটনের কর্মকর্তাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়ালটনের সৌজন্যে এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি ছাত্রীরা আমাদের মহান ভাষা আন্দোলন ও বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরো বেশি জ্ঞান লাভ করতে পারবে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, প্রতিটি জাতীয় অনুষ্ঠানে অর্থাৎ আমাদের মহান ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কুইজ প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হলে ছাত্র-ছাত্রীরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশ প্রেমিক নাগরিক হিসেবে তাদের জীবনকে গড়ে তুলতে পারবে।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১