• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০৭:২৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০৭:২৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রাজশাহীতে বরই খেয়ে ২ শিশুর মৃত্যু

১৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৮:০৪

রাজশাহীতে বরই খেয়ে ২ শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আধোয়া বরই খাওয়ার পর অসুস্থ হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বুধবার দুই বছরের শিশু মুনতাহা মারিশা ও ১৭ ফেব্রুয়ারি শনিবার পাঁচ বছরের শিশু মুফতাউল মাসিয়ার মৃত্যু হয়।

মৃতরা সম্পর্কে আপন ২ বোন। তারা রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক মনজুর রহমান ও গৃহিণী পলি খাতুনের মেয়ে। তাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে।

এদিকে, শিশু দু’টি নিপাহ ভাইরাস বা অন্য কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে ধারণা করছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসকরা। এ জন্য তাদের মা-বাবাকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তবে তারা রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকতেন।

জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে শনিবার বিকেল ৫টার দিকে মারা যায় মাশিয়া। তার জ্বর ও বমি সাথে শরীরে ছোপ ছোপ কালো দাগ উঠেছিল। এর আগে, গত বুধবার একই লক্ষণ নিয়ে মারা যায় তার ছোট বোন মারিশা। ভাইরাস আক্রান্ত সন্দেহে তাদের মা-বাবাকে শনিবার হাসপাতালে রেখে বিকেলে স্বজনদের মাধ্যমে মাশিয়ার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। পরে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তাদের গ্রামের বাড়িতে শিশু দুটির মরদেহ দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ