• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৭:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৭:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে বসন্ত বরণে ২ দিনব্যাপী পিঠাপুলি উৎসব

১৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:২৯:০৭

ফরিদপুরে বসন্ত বরণে ২ দিনব্যাপী পিঠাপুলি উৎসব

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর জেলায় বসন্ত বরণে ২ দিনব্যাপী বাৎসরিক পিঠাপুলির উৎসব শুরু হয়েছে। ঋতুর রাজা বসন্ত বরণে উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব চত্বরে শুরু হয়েছে এ পিঠাপুলির মেলা। বাঙালির ঐতিহ্যবাহী এ উৎসবে ফরিদপুরের বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০টি স্টল অংশগ্রহণ করে। 

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলাস্থলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী  রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে আজাদ বলেন, এক সময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো। বাঙালি সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছেন এতে করে শৈশবের স্মৃতি আজ মানসপটে জেগে উঠেছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুরকে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো। আমাদের দেশের সকল ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ব্লাস্ট সমন্বয়কারী গোস্বামী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ