• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৫২:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৫২:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাজিরায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২

১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৮:৫৯

জাজিরায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো, কাজিরহাট এলাকার মৃত দবির মোল্লার ছেলে কালু মোল্লা (৩৫) ও রামকৃষ্ণ গ্রামের বাসিন্দা হাকিম কাজীর ছেলে পান্নুকাজী (৩৫)।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বাসিন্দা ফেরদৌস ও তার বন্ধু লাদেন ইসলাম ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা দেয়। রাত আনুমানিক ২টায় জাজিরা উপজেলার কাজিরহাটের সবুজ ছাতা থেকে ২০০ গজ সামনে কাজিরহাট গামী ব্রিজে পৌঁছালে ৭-৮ জন অজ্ঞাতনামা ডাকাত দা, ছুড়ি ও চাপাতি নিয়ে তাদের পথরোধ করে এবং মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। এরপর তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে মোটরসাইকেলের চাবি ফেরত দিয়ে ডাকাতরা চলে যায়। ডাকতরা দুইজনের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেন ডাকাতির কবলে পড়া ফেরদৌস। অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪