• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৪:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৪:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহবান

১২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:০০

ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহবান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসময় কৃষকদের দেশের ডালের চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ডাল আবাদের আহবান জানানো হয়।

১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মাঠ দিবসে সরেজমিন গবেষণা বিভাগের ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

এ সময় অনুষ্ঠানে ডালের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প মাদারীপুরের প্রকল্প পরিচালক ড. মো. সালেহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন অর রশিদসহ কৃষি বিজ্ঞানী ও কৃষি বিভাগের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ অঞ্চলে এক সময় বিপুল পরিমাণ ডাল ফসলের আবাদ করা হতো। ক্ষতির অজুহাতে কয়েক বছর আগে ডাল ফসলের আবাদ কমে যায়। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন গবেষণা বিভাগের উদ্ভাবিত বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান জানান বক্তারা।  

এ মাঠ দিবস অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩