খোকসায় কৃষকদের নিয়ে মাঠ দিবস
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: 'কৃষিই সমৃদ্ধি' এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।৭ জানুয়ারি বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলায় জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসিলিয়াতে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া।এসময় কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি পুলক সরকারসহ কৃষাণ-কৃষাণিরা উপস্থিত ছিলেন।