• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:১৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:১৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৮ ফার্মেসিকে জরিমানা

১১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১১:৪৮

লালপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৮ ফার্মেসিকে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে সংরক্ষণ করার দায়ে ৮ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নাটোর সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

তিনি জানান, লালপুর থানা পুলিশের সহযোগিতায় গোপালপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে জামিল ফার্মেসীকে ৩০ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসী, মেডি ফার্মা, খন্দকার ফার্মেসী, মা মেডিসিন কর্ণারকে ২০ হাজার টাকা, খান মেডিকেল  ফার্মেসিকে ১০ হাজার টাকা, রাসেল  ফার্মেসিকে ৮ হাজার টাকা ও শামীম  ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তা মেহেদী হাসান তানভীর।

এ বিষয়ে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রাখলে অসাধু ব্যবসায়ীরা কোন প্রকার অনিয়ম করতে পারবে না। অনেক সময় মেয়াদ শেষ হওয়ার পরেও ঔষধ বিক্রি করা হয়। এতে আমরা সাধারণ মানুষ প্রতারিত হই। এমন কি এসব ঔষধের কারণে জীবননাশেরও সম্ভবনা রয়েছে। তাই এ অভিযান মাঝে মধ্যে করা উচিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ