• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২৮:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২৮:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাচঁ কলেজ শিক্ষার্থীসহ আহত ৯

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২৯:৪২

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাচঁ কলেজ শিক্ষার্থীসহ আহত ৯

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাচঁ কলেজ শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হয়েছে।

৭ ফেব্রুয়ারি বুধবার সকালে রাঙামাটির ঘাগড়া ও রেডিও স্টেশন এলাকায় এ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়।  রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহত ৯ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বলে নিশ্চিত করেছে।

জানা যায়, বুধবার সকালে রাঙামাটি শহরের তবলছড়ি থেকে এইচ.এস.সি প্রথমবর্ষের পাঁচ শিক্ষার্থী কাউখালী কলেজে টেষ্ট পরীক্ষা দিতে অটোরিক্সাযোগে যাওয়ার সময় ঘাগড়া এলাকায় পৌঁছুলে অপরদিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাঙামাটি থেকে কাউখালীগামী অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় অটোরিক্সায় থাকা ৫ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন- আলী হায়দার(১৭), মিশকাত(১৮), রাকিব(১৯), মারুফ(১৯) ও শাহ আমানত(১৮)। আহতরা সকলেই রাঙামাটি শহরের তবলছড়ির বাসিন্দা।

অপরদিকে রাঙামাটি থেকে কাঠ বোঝাই করে যাওয়ার সময় রেডিও স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে কাঠভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে চালকসহ অন্তত চারজন আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- জসিম (৩২), রিয়াজ (২৯), আক্কাস(২৭) ও আতিকুল হাসান(১৮)।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন পৃথক সড়ক দুর্ঘটনায় ৯জন আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলো। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর বাকি ৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ