• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:৩২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:৩২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফুলবাড়ীতে বিষ প্রয়োগে বোরো বীজের চারা নষ্টের অভিযোগ

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২০:২৩

ফুলবাড়ীতে বিষ প্রয়োগে বোরো বীজের চারা নষ্টের অভিযোগ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হরগোবিন্দপুর মালঞ্চা গ্রামে বিষ প্রয়োগ করে প্রায় ১৭ বিঘা জমির বোরো ধানের বোরো বীজতলা নষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেতদিঘী ইউনিয়নের মালঞ্চা গ্রামের মৃত মকছেদুর রহমানের প্রথম স্ত্রীর ছেলে সোহানুর রহমান সোহান ও ২য় স্ত্রীর ছেলে নাহিদ জামান লিমনের সাথে দীর্ঘদিন যাবৎ জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিয়ে দিনাজপুর আদালতে একটি মামলা চলমান রয়েছে। কিছু দিন পূর্বে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে ২য় পক্ষের নাহিদ জামান লিমন গত ৪ জানুয়ারি রোববার দিবাগত রাতে প্রথম পক্ষের ছেলে সোহানুর রহমান সোহানের বোরো বীজ তলায় বিষ প্রয়োগ করে বোরো বীজের চারা গাছ নষ্ট করে দেয়।

এর পরের দিন সোহানুর রহমান বাদী হয়ে নাহিদ জামান, মিজানুর রহমান, মেজবাউল রহমান, সাজ্জাদ ও সাজ্জাদ হোসেনর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কৃষক সোহানুর রহমান বলেন, আমারসহ এলাকারসীর প্রায় ১৬ বিঘা জমিতে বোরো রোপণের জন্য বিজতলা তৈরি করি। গত ৫ ফেব্রুয়ারি সেই চারা জমিতে রোপণ করার কথা। রোববার সকালে জমিতে গিয়ে দেখি, বিষ প্রয়োগ করে আমার সব চারাগাছ নষ্ট করে দেওয়া হয়েছে। আমি বিষয়টি নিয়ে গত ৫ জানুয়ারি সোমবার ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করি।

স্থানীয় সাবেক এক ইউপি সদস্য আব্দুল কাশেম বলেন, এই বছরে সবচেয়ে বেশি শীত। শীতের কারণে অনেক এলাকায় বোরো চারার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে চারা পাওয়া অনেক কঠিন। এমন সময় বোরো চারা গাছের সাথে শত্রুতা না করলেও পারতো তারা। চারার অভাবে প্রায় ১৭ বিঘা জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়লো।  

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত অফিসারকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০