• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৭:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৭:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিঠাপুকুরে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৩২:২০

মিঠাপুকুরে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে মোর্শেদা বেগম সুইটি নামের এক গৃহবধূকে হত্যা করে বাড়িতে ডাকাতি করেছে একদল ডাকাত। এ সময় ডাকাতদলকে বাধা প্রদান করায় নিহত গৃহবধূর স্বামী মিজানুর রহমানকে কুপিয়ে আহত করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি বুধবার ভোররাতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালার শালিকাদহ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অফিসার ইনচার্জ জানান, বাড়ি ডাকাতির সময় স্বামী-স্ত্রী দু’জনেই বাড়িতে ছিলেন। ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ডাকাতদের ছুরির আঘাতে মোর্শেদা বেগম সুইটি নিহত হন। বর্তমানে নিহত গৃহবধূর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত মিজানুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাতে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান সুস্থ হলে তার বাড়ির ক্ষতির পরিমাণ কিংবা বাড়িতে ডাকাতির মূল ঘটনা জানা যাবে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এই ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলেও জানান জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) ফেরদৌস আলী চৌধুরী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ