• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩২:৪৯ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩২:৪৯ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুরাদনগরে অবৈধভাবে ব্যাটারির সিসা পোড়ানোর অপরাধে কারখানা সিলগালা

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:০২:৩৩

মুরাদনগরে অবৈধভাবে ব্যাটারির সিসা পোড়ানোর অপরাধে কারখানা সিলগালা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে অনুমোদনহীনভাবে পরিচালিত হওয়া পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাটারির সিসা পোড়ানোর কারখানা সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের রামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। এসময় তাকে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক জুবায়ের হোসেন, মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম।

জানা যায়, উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের রামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে সিসা পোড়ানোর কারখানা পরিচালনা করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানা মালিক হামিদুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, অবৈধভাবে ব্যাটারির সিসা পোড়ানোর অপরাধে জরিমানার পাশাপাশি ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ