• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৮:২২ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৮:২২ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

রামুতে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১২:০০:৩১

রামুতে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি : মুজিববর্ষে দেশসেরা আঞ্চলিকের স্বীকৃতিপ্রাপ্ত দৈনিক পূর্বকোণ সাইত্রিশ পেরিয়ে আটত্রিশে পদার্পণ উপলক্ষে রামুতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।

১০ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রামু নিউজ ওয়াল্ড এন্টারপ্রাইজে দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সাবেক প্রতিবেদক ও রামু প্রেসক্লাবের উপদেষ্টা দর্পন বড়ুয়া।

এ সময় রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খালেদ শহিদ, কক্সবাজার প্রেসক্লাবের সদস্য মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুনিল বড়ুয়া, রামু প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভুট্টো, প্রচার সম্পাদক হাফেজ আবুল মঞ্জুর, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, কার্যনির্বাহী সদস্য কফিল উদ্দিন, রামু প্রেসক্লাবের সদস্য প্রকাশ সিকদার, নুরুল হক সিকদার, সাইদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মুজিব বর্ষে দেশসেরা আঞ্চলিকের স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে দৈনিক পূর্বকোণ, যেটি দৈনিক পূর্বকোণ পরিবারের জন্য গৌরবের। দেশে আঞ্চলিক পর্যায়ে প্রচলিত পত্রিকাগুলোর মধ্যে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক পুর্বকোন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আগামীতেও এর দাপট টিকে থাকবে। এ সময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভা শেষে  দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চট্টলার দরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬