• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪৯:৪৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪৯:৪৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে ক্রীড়া-পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১২:৪১

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে ক্রীড়া-পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি রোববার সদর উপজেলার সোনার মোড়ে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে বাংলার ঐতিহ্যবাহী রকমারী পিঠার পশরা সাজানো ছিল। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

শিক্ষক নওরোজ খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক তুফান, প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা মামুন অর রশিদ, সোনামসজিদ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু ও সহকারী শিক্ষক খাইরুন নেশা।

সভায় প্রধান অতিথি বলেন, পিঠা আমাদের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। কালের আবর্তে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে পিঠার ঐতিহ্য তুলে ধরতে এমন পিঠা উৎসবের বিকল্প নেই। এর মাধ্যমে যেমন নতুন প্রজন্ম পিঠা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে, তেমনি আমাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সমৃদ্ধ হবে। এমন সুন্দর আয়োজনের জন্য বক্তারা ইম্পেরিয়াল ইন্টারন্যাশনালের আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানান।

এনামুল হক তুফান বলেন, পিঠা উৎসব গ্রামীণ ঐতেহ্যের অংশ। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আরও উৎসাহীত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।

রকমারী পিঠার মধ্যে ছিল পাটিসাপটা, পুলি, কেক পিঠা, পানথুয়া, মাছ পিঠা, তারা পিঠা, পোয়া পিঠা, চিতই পিঠা, চই পিঠা, ফল পিঠা, ফুল পিঠা, ডাল পিঠা, ভাপা পিঠা, পাকন পিঠা, মুগ পাকন, নারকেলি, তকতি পিঠাসহ প্রায় ২০ রকমের পিঠা। পরিশেষে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০