• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১৪:৪৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১৪:৪৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আলোচনা সভা

৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১৬:৪৮

নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আলোচনা সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি রোববার জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ের হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক গনেশ চন্দ্র রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ খাদ্য গ্রহণে অনেক সময় মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি হয়। উৎপাদনের মাঠ থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সবক্ষেত্রে আমাদের নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। এজন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চায় সরকার। নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য আইন প্রনয়ণ করেছে।

আলোচনা সভায় জেলা তথ্য অফিসার তানজির আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান, নীলফামারী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর একেএম মরতুজ আলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হোটেল-রেস্তোরা মালিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ