• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৬:৫৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৬:৫৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাঘায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৩৩:৪৪

বাঘায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর ঝড়ু প্রামানিক (জে.পি.) উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রুয়ারি রোববার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, আব্দুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আনিসুর রহমান, গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাসদের জেলা সদস্য ও সাবেক এমপি পদপ্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন রাজশাহী ব্যুরো প্রধান আখতার রহমান, খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব জালাল বিএসসি, সরেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাজদার রহমান ও ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে নিজেকে গড়ে তুলতে হবে। বাল্য বিবাহ রোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪