• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৫:৩৬ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৫:৩৬ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেরপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ জনের কারাদণ্ড, ৩৯ শিক্ষার্থী বহিষ্কার

৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:২৩:২২

শেরপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ জনের কারাদণ্ড, ৩৯ শিক্ষার্থী বহিষ্কার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার অভিযোগে ২ জনকে একমাস করে ও ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

২ ফেব্রুয়ারি শুক্রবার জেলার বিভিন্ন কেন্দ্রে চাকরি প্রার্থীদের পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিভাইসসহ তাদের আটক করা হয়।

সূত্র থেকে জান যায়, দণ্ডপ্রাপ্ত অভিযুক্তদের মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমিনা বেগম ও শেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের রফিকুল ইসলামকে একমাস কারাদণ্ড দেওয়া হয়। আইডিয়াল স্কুল কেন্দ্রের শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে কর্মকর্তারা।

প্রসঙ্গত, এ বছর শেরপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ হাজার ৩শ’ ৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪শ’ ২৪ জন। 
২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ৪শ’ ৩৯ জন পরীক্ষার্থী।  এশিয়ান টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ