• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:০৯:০৫ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:০৯:০৫ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে পিতা-পুত্রসহ ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:০৬:৪৭

টাঙ্গাইলে পিতা-পুত্রসহ ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহ‌তরা হ‌লেন- রাজশাহীর বেলপুকুর থানার মা‌হিন্দ্রা গ্রা‌মের আলম মন্ড‌লের ছে‌লে শ‌রিফ (৪০), না‌টোরের বড়াইগ্রাম থানার আলাউদ্দি‌নের ছে‌লে রতন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে সা‌নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর বঙ্গের একটি ঢাকাগামী বাস নষ্ট হয়ে ঘটনাস্থলের দাঁড়িয়ে ছিল। সে সময় কিছু যাত্রী ট্রেন লাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন। সেই মুহূর্তে চিলাহাটি ট্রেনে কাটা পড়ন তিনজন যাত্রী।

টাঙ্গাইল রেলস্টেশন মাষ্টার মো. নাজমুল হুদা বকুল জানান, ২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। চিলাহাটি ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেলে তাৎক্ষণিক তিনজন কাটা পড়ে নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৈয়ব জানান, তারা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছার পর বিকল হয়ে যায়। পরে বাস থেকে নেমে তারা রেললাইনে গিয়ে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।  

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

টাঙ্গাইল স্টেশনের পুলিশ আলী আকবর জানান, ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহে উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ