• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩৪:৫১ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩৪:৫১ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাট থেকে হারিয়ে যাচ্ছে ‘গরিবের এসি বাড়ি’

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫৮:১৫

বাগেরহাট থেকে হারিয়ে যাচ্ছে ‘গরিবের এসি বাড়ি’

বাগেরহাট প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যের নিদর্শন সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় মাটির ঘর। যা এক সময় বাগেরহাট জেলার গ্রামের মানুষের কাছে ‘গরিবের এসি বাড়ি’ নামে পরিচিত ছিলো। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মাটির ঘর।

আধুনিকতার ছোঁয়া লেগেছে বাগেরহাট জেলার প্রায় প্রতিটা গ্রামে এবং মাটির ঘরের জায়গায় তৈরি হচ্ছে পাকা বাড়ি। মাটির ঘরের স্থান দখল করে নিচ্ছে ইট-পাথরের দালান। একটু সুখের আশায় মানুষ কত কিছুই না করছে। তবুও মাটির ঘরের শান্তি ইট পাথরের দালান কোঠায় খুঁজে পাওয়া ভার।

মানুষের অর্থনৈতিক সচ্ছলতা, প্রযুক্তির উন্নয়ন, রুচিবোধের পরিবর্তন, পারিবারিক নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষার তাগিদে এখন আর কেউ মাটির ঘরে থাকতে চান না। সচ্ছল মানুষেরা এখন ঝুঁকে পড়েছেন পাকা দালানের দিকে। তাই ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর আজ প্রায় বিলুপ্তের পথে।

মাটির ঘর গরিবের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বলে পরিচিত ছিল। এ ঘর শীত ও গরম মৌসুম আরামদায়ক তাই আরামের জন্য গ্রামের দরিদ্র মানুষের পাশাপাশি অনেক বিত্তবানও মাটির ঘর তৈরি করে থাকতেন।

এ বিষয়ে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের  বাসিন্দা বাবু তরুণ সরকার বলেন, প্রাচীনকাল থেকেই মাটির ঘরের প্রচলন ছিল। এঁটেল বা আঠালো মাটি কাঁদায় পরিণত করে দুই-তিন ফুট চওড়া দেয়াল তৈরি করা হতো। ১০-২০ ফুট উঁচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড়, টালি বা টিনের ছাউনি দেয়া হতো। মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের তিন-চার মাসের অধিক সময় লাগতো। গৃহিণীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা এঁকে তাদের নিজ বসত ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতেন।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমার বাপ, দাদার আমলে মাটির ঘরের সমারোহ ছিল। কিন্তু আজ যুগের সাথে তাল মিলিয়ে তার স্হান দখল করে নিয়েছে ইট-পাথরের পাকা বাড়ি। ফলে মাটির তৈরি ঘর আজ গ্রাম থেকে বিলুপ্ত হওয়ার পথে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
৫ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১৩:৩০

সিলেটে ভারতীয় চিনিসহ আটক ৩
৫ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১২:৪২

সিলেটে রয়েল এনফিল্ডসহ কোটি টাকার পণ্য জব্দ
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮:২৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:০২


সিকৃবিতে গাঁজা সেবনকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৩
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬:০৩