• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫০:৫৭ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫০:৫৭ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টুঙ্গিপাড়ায় তিন হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

১ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:১১:২৯

টুঙ্গিপাড়ায় তিন হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করেছে মৎস্য অধিদফতর।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন খাল বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের নির্দেশনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার এই নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খাল বিলে অবৈধ চায়না জাল ফেলে রেখে দেশি প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। এছাড়া এই জালে মাছের সাথে আটকা পড়ে খাল বিলের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এমন খবরের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের তিন হাজার মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ