• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১১:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১১:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ

৩১ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১৪:৩৬

জয়পুরহাটে মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের ফাঁসি ও একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। ৩১ জানুয়ারি বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাট শহরের দেওয়ান পাড়ার বেদারুল ইসলাম বেদীন, শান্তিনগরের সরোয়ার, আরাফাত নগরের মশিউর রহমান, দেওয়ান পাড়ার মোনোয়ার হোসেন, তেঘর বিশার নজরুল ইসলাম, দেওয়ান পাড়ার  রানা, দেবীপুরের শাহী, দেওয়ান পাড়ার টুটুল, দেবীপুরের সুজন, আব্দুর রহিম, ও নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ধুরইল গ্রামের ডাবলু। এদের মধ্যে ৬ জন আসামি পলাতক রয়েছে৷

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৮ জুন বিকেলে নবম শ্রেণির শিক্ষার্থী মোয়াজ্জেম বাড়ি থেকে বের হয়। পরে রাত ৯টা পর্যন্ত বাসায় না পৌঁছালে অনেক খোঁজাখুঁজির পর তার পরিবার জানতে পারেন তাকে জখম করা হয়েছে। পরে শহরের জামালগঞ্জ রোডের পাশে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ও পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করালে ওইদিন রাতেই মোয়াজ্জেমের মৃত্যু হয়৷  

এ ঘটনায় ২৯ জুন মোয়াজ্জেমের পিতা ফজলুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ রায় দেয় আদালত।  

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) বলেন, জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের ফাঁসি ও একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হেনা কবির বলেন, বুধবার সকল আসামিকে একই রকম সাজা দেওয়া হয়েছে, আইনি দৃষ্টিকোণ থেকে এটি ঠিক হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ