• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৭:৫৮ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৭:৫৮ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘূর্ণিঝড়ে ভেসে যাওয়ার ৩৩ বছর পর ‘ধলুকে' খুঁজে পেলো পরিবার

৩১ জানুয়ারী ২০২৪ সকাল ১০:১৪:০৭

ঘূর্ণিঝড়ে ভেসে যাওয়ার ৩৩ বছর পর ‘ধলুকে' খুঁজে পেলো পরিবার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে হারিয়ে যাওয়া ৩৩ বছর পর ধলুকে খুঁজে পেয়েছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর মগডেইল এলাকায়। 

নুরুল আবছার প্রকাশ ধলু একই এলাকার আব্দুর রহমানের পুত্র ও কুতুবদিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা নুরুল হকের ছোট ভাই। তাদের পরিবার দীর্ঘ ৩৩ বছর পর হারানো নুরুল আবছার ধলুকে খুঁজে পেয়েছেন। ভারসাম্যহীন ধলুকে এত বছর পর পেয়ে স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

পরিবার ও এলাকাবাসী বলছে, ১৯৯১ সালের সৃষ্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ধলুকে হারিয়ে ফেলেন। ভারসাম্যহীন ধলু এতদিন ধরে হাতিয়া দ্বীপের মোল্লা হুজুরের তত্ত্বাবধানে ছিলেন। গত বুধবার জাতীয় চ্যানেল নাগরিক টেলিভিশনের প্রতিবেদক সাইদুজ্জামান এই পরিচয়হীন ধলুর একটি প্রতিবেদন করেন। সেই সূত্রে ধলুর পরিবারের সদস্যরা নোয়াখালী উপজেলার হাতিয়া দ্বীপের কবুতর হোটেলে তার সাথে দেখা করতে যায়। সেখানে পরিবারের সদস্যদের দেখে জড়িয়ে ধরেন। পরে, তার শারীরিক গঠন, কাপড়চোপড় খুলেও বিভিন্ন চিহ্ন দে‌খে শনাক্ত করেন পরিবার। কিন্তু সেই মুহূর্তে আইনি প্রক্রিয়ার কারণে তাকে সাথে নিয়ে আসা সম্ভব হয়নি। 

তবে, কুতুবদিয়া থানায় ডায়েরিসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে দ্রুত ফিরে আসবে বলে জানান ধলুর বড় ভাই উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন নুরুল হক।

উল্লেখ্য, চার ভাইয়ের ২য় নুরুল আবছার ধলু। ১৫ বছর বয়সে মহেশখালী হোয়ানক ইউনিয়নের লবণ মাঠে কাজ করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ