• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২১:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২১:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

২৯ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৪২:৫৮

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

শিবচর (মাদারীপুর) শিবচর: মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২৯ জানুয়ারি সোমবার বিকেল চারটার দিকে শিবচরের কুতুবপুর ইউনিয়নের ৪৭নং বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি অনেক দিন ধরেই শিবচরের পাঁচ্চর ও কুতুবপুর এলাকায় ঘুরাফিরা করতো বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ট্রেন লাইনের একপাশ থেকে অন্য পাশে পার হয়ে যাচ্ছিল। এমন সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় মো.সায়েদ মোল্লা নামের এক ব্যক্তি বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। এই এলাকা দিয়ে ঘুরাফিরা করে। বিকেলে ট্রেনলাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি বিকেল চারটার দিকে শিবচর ত্যাগ করে বলে ভাঙ্গা স্টেশন সূত্রে জানা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪