• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৮:০৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৮:০৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেল

২৯ জানুয়ারী ২০২৪ সকাল ১০:০৩:০৩

শ্রীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেল

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসী পরিবার। ২৮ জানুয়ারি রোববার বিকেল সাড়ে ৩টায় পরিবারের পক্ষে শরিফ খান ও শাকিল খান নামে দুই ভাই শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারের নিজ মার্কেটে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন। শরিফ ও শাকিল গোসিংগা ইউনিয়নের মোতালেব খানের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে শরিফ খান বলেন, মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম প্রধানের ঘনিষ্ঠ স্বজনরা জমি সংক্রান্ত বিরোধে ও নৌকার নির্বাচন করার অপরাধে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে আমাদের পুরো পরিবারকে হয়রানি করছে। যে মামলায় আমরা দুই ভাইসহ আমার শ্বশুর ও বাবাকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে ২৫ জানুয়ারি শ্রীপুর থানায় একটি জিডি করা হয়েছে। এসব নির্যাতন ও হয়রানিতে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। তাই সরকারের সংশ্লিষ্ট ও ঊর্ধ্বতন মহলের নিকট আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই এবং সুবিচার প্রার্থনা করছি।  

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান বলেন, এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সব সময় সত্যের পক্ষে রয়েছি, ভবিষ্যতেও থাকবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ