• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৪৯:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৪৯:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রাবিতে নারীবাদ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

২৮ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:১৪:৫৩

রাবিতে নারীবাদ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্যামিনিস্ট প্রেকসিস এজ অ্যাপলাইড ফিলোসোফি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনে দর্শন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদের। এতে মূখ্য আলোচক ছিলেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার পাল।

ড. পাল তাঁর আলোচনায় সমকালীন দর্শনে প্রয়োগিক দিকের গুরুত্ব এবং নারীবাদের বিভিন্ন দিক তুলে ধরেন। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও বিভিন্ন প্রতিবন্ধকতায় নারীর অবস্থানের বিষয়েও আলোচনা করেন তিনি। এছাড়া নারী-পুরুষের সমতায় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলেন।

বিভাগের অধ্যাপক একরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক আক্তার আলী ও অধ্যাপক সন্ধ্যা মল্লিক।

অধ্যাপক আক্তার আলী বলেন, নারী ও পুরুষ উভয়ের সমন্বয়েই সমাজ। প্রাকৃতিকভাবে উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তবে যার যা প্রাপ্য ও সম্মান সেটা অবস্থাভেদে যথাযথভাবে প্রদান নিশ্চিত করা জরুরি। তাহলেই বৈষম্য থাকবে না বলে মনে করেন তিনি।

এ সময় বিভাগের শিক্ষক অধ্যাপক আরিফুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক মজিবার রহমান, অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক শরমিন হামিদসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫