• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৩:১৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৩:১৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘বিএনপির আন্দোলন চলছে চলবে’

২৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৫৩:৩৫

‘বিএনপির আন্দোলন চলছে চলবে’

বরিশাল প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যহার ও সংসদ বাতিল করাসহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল বেড় করে।

দীর্ঘ তিনমাস পর বিভাগীয় শহর বরিশালে পুনরায় বিএনপিসহ অঙ্গসংগঠন মহিলা দল, শ্রমীকদল, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ছাত্রদল বরিশাল মহানগর বিএনপি, বরিশাল দক্ষিণ জেলা ও বরিশাল উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে কালো পতাকার 
মিছিলে একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছে।

২৭ জানুয়ারি শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যলয়ে সমবেত হয়। পরে নগরীতে বিশাল শান্তিপূর্ণ কালো পতাকার মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।

দলীয় কার্যলয়ে সামনে কালো পতাকার সমাবেশে সদ্য কারামুক্ত বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও জেলা বিএনপি সদস্য  সচিব অ্যাড. আবুল কালাম শাহিনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, কারামুক্ত কেন্দ্রীয়  বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরিন, সদ্য কারা মুক্ত বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক সংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার।

এর আগে, নগরীর পোর্টরোড থেকে জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপি সদস্য আফরোজা খানম নাসরিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সহ সভাপতি অ্যাড. এইচ এম তছলিম উদ্দিনের নেতৃত্বে পৃথকভাবে বিশাল সমর্থকদের নিয়ে দলীয় কার্যলয়ে অংশ গ্রহণ করে।

অপরদিকে দীর্ঘদিন পর বিরোধী দল বিএনপির কালো পতাকার মিছিল সমাবেশকে ঘিড়ে  নগরীর সদররোড়সহ বিভিন্ন এলাকায় নগরীর শান্তি বজায় রাখার জন্য ব্যাপক পুলিশ মোতায়েত করা হয়।

কালো পতাকার মিছিল শেষে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ  কারামুক্ত অ্যাড. বিলকিস জাহান শিরিন গণমাধ্যম কর্মীদের বলেন, শেখ হাসিনার পতনের একদফা বিএনপির আন্দোলন চলছে চলবে। যতদিন পর্যন্ত এই ১০%পাসেন্ট ভোটের  সরকারের পতন না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।

তিনি আর বলেন, ক্ষমতা অপব্যবহার করে ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের জেল হাজতে রেখে কোনদিন আন্দোলন দমিয়ে রাখা যায়নি।  বিএনপি নেতা-কর্মীদের জেলে রেখে এই অবৈধ সরকারও বেশিদিন টিকে থাকতে পারবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০