• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪৪:৫৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪৪:৫৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এক বছরেও শিক্ষার্থীরা পায়নি পাঠ্যবই, প্রধান শিক্ষক শোকজ

২৫ জানুয়ারী ২০২৪ সকাল ১০:০৬:৩০

এক বছরেও শিক্ষার্থীরা পায়নি পাঠ্যবই, প্রধান শিক্ষক শোকজ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর কিছু  শিক্ষক রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অধঃপতনের দিকে  এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। এক বছরেও পায়নি দুইটি বিষয়ের পাঠ্যবই। তাই বাজার থেকে গাইড কিনে পড়ালেখা করে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষার্থীরা। 

প্রতিষ্ঠান প্রধানের  গাফলতির কারণে এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ে। এতে চরম ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা।

২৪ জানুয়ারি বুধবার খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার এমপিওভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়। ২০২৩ শিক্ষাবর্ষের দশম শ্রেণির ১৩ শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র ও কৃষি শিক্ষা পাঠ্যবই এতদিনেও হাতে পায়নি। এইজন্য প্রধান শিক্ষকের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন অভিভাবক ও সচেতন মহল।

এই স্কুলের প্রধান শিক্ষকসহ অধিকাংশ শিক্ষক রাজনীতির সাথে জড়িত থাকার কারণে  স্কুলের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা পরিণত হয়েছে। শিক্ষকদের এমন উদাসীনতার প্রতিবাদ করতেও ভয় পায় অভিভাবকরা । 
ডন চন্দ্র রায় নামে এক অভিভাবক বলেন, নবম থেকে দশম শ্রেণিতে উঠেও এখন পর্যন্ত  দুইটা বই না পাওয়াতে ১ বছর শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে অনেক । শিক্ষকদের এমন উদাসীনতা আসলেই মেনে নেওয়া যায় না। এইজন্য ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নজরদারি প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু  দশম শ্রেণির শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষককে এই বই দুইটার কথা বলতে গেলে তিনি ধমক দিয়ে বলেন গোডাউনে  বই আছে মনে হয় বের করতে সময় লাগবে। আর তা না হলে পুরাতন বই দিব।

বই না পাওয়া শিক্ষার্থীরা আরও বলেন, নবম থেকে দশম শ্রেণিতে উঠলাম কিন্তু এই বই এখনো পেলাম না। বাধ্য হয়েই গাইড বই ও অন্য স্কুলের বন্ধুদের বই মাঝে মধ্যে নিয়ে পড়ালেখা করতেছি।

বই ছাড়া কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নিলেন এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন বলেন বই  খুঁজতে হবে। এ বিষয়ে আর কোন মন্তব্য করেননি তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন। ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে দ্রুত বই প্রদান করা হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. তাজ উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সময়ে শিক্ষার্থীদের বই প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। বই প্রদানে গাফলতি থাকলে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪