• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:১০ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:১০ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চর রাজীবপুর উপজেলা নির্বাচনে মনোনয়ন পেতে তৎপর প্রার্থীরা

২২ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৩৪:৪৭

চর রাজীবপুর উপজেলা নির্বাচনে মনোনয়ন পেতে তৎপর প্রার্থীরা

চর রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় শুরু হয়ে গেছে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন চর রাজীবপুর  উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা।

উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও চর রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন। তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং দোয়া কামনা করছেন। প্রতি রাতে রাতে গ্রাম-গঞ্জের বিভিন্ন মোড়ে, চা দোকানে ভোটের প্রার্থনা ও মাঠ গরম করার চেষ্টাও চলছে।

চর রাজীবপুর  উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এ পর্যন্ত তিন  জনের নাম জানা গেছে। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন হিরো, উপজেলা  আওয়ামী লীগের রাজীবপুর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম

তবে চর রাজীবপুর উপজেলা পরিষদের নির্বাচনে ত্যাগী ও জনপ্রিয়তার দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই দল মনোনয়ন দেবে এমন প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭