• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩১:১৫ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩১:১৫ (09-May-2024)
  • - ৩৩° সে:

ভৈরবে ৮ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ভৈরবে রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।৩ এপ্রিল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহরের বিভিন্ন স্থানে থেকে তাদের আটক করা হয়। ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল এ অভিযানের নেতৃত্ব দেন।এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ছিনতাইকারী আসামিদের নিকট থেকে ৩টি ধারালো চাকু, ১টি ধারালো খুর, ২টি কেচিসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।আটকরা হলো- পলতাকান্দা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. শাহীন মিয়া (২৭), দারু মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (২৫), নিউটাউন এলাকার রুপ মিয়ার ছেলে মো. আলামিন (২২), কমলপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে নয়ন (২২), সম্ভুপুর গ্রামের জিল্লু মিয়ার ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৯), ভৈরবপুর উ. পাড়ার মুসলিম মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১), দুর্জয় মোড়ের ফরিদ মিয়ার ছেলে মো. তাকবির (১৯), ভৈরবপর উ. জহির মিয়ার ছেলে পাড়ার মোমেন মিয়া (৩৫)।র‌্যাব জানায়, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভৈরব এলাকার ছিনতাই চক্রের সদস্য বলে জানায়। আসামিরা ছিনতাই করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো।সকল আইনি প্রক্রিয়া শেষে আসামিদের ভৈরব থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।