• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৮:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৮:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

১৫ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৩১:৩৬

বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

বরিশাল ব্যুরো: হাড় কাঁপানো শীতে অনেকটাই বিপর্যস্ত বরিশালের জনজীবন। কর্মব্যস্ত নগরজীবনও যেন থমকে যাচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতে চাচ্ছে না। ফলে নগরে নিত্যদিনের যানজটও তেমনভাবে চোখে পড়ছে না। তীব্র শীতে বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতের মধ্যেই পেটের দায়ে কাজে নামতে হচ্ছে তাদের।

এদিকে গত ১ সপ্তাহ ধরে বিভাগ জুড়ে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে সরকারি হাসপাতালগুলোতে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ মাসে বিভাগের ৬ জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৯৯৩ জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে শেষ ৭ দিনেই ভর্তি হয়েছেন ৪৩২ জন।

অপরদিকে গত ১ মাসে বিভাগের ৬ জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ৬২৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগীর মধ্যে গেল ৭ দিনেই ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৩ জন। আর চলতি মাসের ১৪ দিনে প্রায় ৪ হাজার রোগী শীতকালীন নানান রোগে আক্রান্ত হয়ে বিভাগের ৬ জেলার সরকারি হাসপাতালগুলোর দ্বারস্থ হয়েছে। তবে এসব তথ্যের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো হিসেব নেই।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ সময়টাতে শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নানান রোগ দেখা দিচ্ছে। তাই তাদের প্রতি পরিবারের অন্য সদস্যদের বিশেষ খেয়াল রাখা উচিত।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ১৪ জানুয়ারি রোববার সকাল ৯টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলিসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আগের দিন শনিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

বরিশাল আবহাওয়া অফিসের প্রধান বশির আহমেদ জানান, আগামী ৩-৪ দিন পর বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ