• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৪:৩৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৪:৩৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

৭ বার জিডি করেও মেলেনি প্রতিকার, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৪ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪৯:৩৪

৭ বার জিডি করেও মেলেনি প্রতিকার, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বরিশাল ব্যুরো : সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের সর্বস্তরের জনগণ। এর আগে তারা বিভিন্ন সময় অত্যাচারের শিকার হয়ে বিভিন্ন ইস্যুতে থানায় ৭ বার জিডি করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা।  

১৩ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় চরআইচা গ্রামের তালুকদার হাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী খলিল ও প্রিন্স, ভূমিদস্যু মনির, কিশোর গ্যাং রবিন, চাঁদাবাজ ইমন ও মাদক সম্রাট রাকিব এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তাদের কাছে জিম্মি ওই এলাকার মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। থানায় ৬ থেকে ৭টি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তারা আরও বলেন, ৪ জানুয়ারি বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে মো. কামাল আহমেদকে চরআইচা মেরিন একাডেমির সামনে মো. খালেদ খান ওরফে রবিন, মো. সাদেকুর রহমান খলিল, মো. মিজানুর রহমান মনির, মো. প্রিন্স মাহমুদ, মো. রাকিব সরদার, মো. ইমন আকন ও মো. রাজিবুল আকনসহ ৪, ৫ জন সন্ত্রাসী মারধর করে।

এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। এভাবে আরও ৬, ৭ জন ভুক্তভোগী থানায় জিডি করেও কোনো প্রতিকার না পেয়ে এলাকাবাসী একজোট হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়নাল হাওলাদার, হেলাল হাওলাদার, আলাউদ্দিন তালুকদার, শাজাহান তালুকদার, গাজী নাসির উদ্দিন, গাজী হানিফ ও রাসেল খানসহ অনেকে। মানববন্ধনে উপস্থিত ছিলেন চরআইচা গ্রামের ইউপি সদস্য সাইদুল আলম লিটন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ. আর মুকুল বলেন, থানায় ডায়েরি করা অভিযোগগুলোর তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ