• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২১:৩৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২১:৩৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শীতে কাবু মৌলভীবাজারের জনজীবন

১৩ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:২৭:০১

শীতে কাবু মৌলভীবাজারের জনজীবন

মৌলভীবাজার প্রতিনিধি: হাওর ও চা বাগানবেষ্টিত জেলা মৌলভীবাজারে বিরাজ করছে শীত। সারাদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। সেই সঙ্গে প্রবাহিত হচ্ছে মৃদু হিমেল বাতাস। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রকোপ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দিনে কুয়াশার কারণে সূর্যের মুখের দেখা মিলছে না। যতই সময় বাড়ছে শীতের তীব্রতাও বাড়ছে।

১২ জানুয়ারি শুক্রবার এই পরিস্থিতি আরও প্রকট হয়েছে। কর্মজীবীরা এলেও কাজে কর্মে চলছে স্থবিরতা। রিকশা-ভ্যান চালক, দিনমজুর, কৃষি শ্রমিকরা পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই শীতে কাবু হয়ে পড়ছে। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা।

কৃষক মালিক মিয়া জানান, এখন বোরো ধানের চারা রোপণের সময়। কিন্তু কুয়াশা ও বাতাসের মাত্রা বেড়ে যাওয়ায় বোরো জমিতে চারা রোপণ করতেও পারছেন না কৃষকরা। ফলে চারা রোপণ কাজেও ব্যাঘাত ঘটছে। জীবিকার তাগিদে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বের হলেও কাজ না পেয়ে অনেকে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তাই কাজ ছেড়ে হাত গুটিয়ে একটু তাপের জন্য ছুটতে হচ্ছে আগুনের আঁচ পেতে।

ব্যবসায়ী সৈয়দ ছায়েদ আহমদ জানান, জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের না হওয়ায় রাস্তা-ঘাট, হাট-বাজার জনসমাগম স্থানগুলোতে লোকজনের উপস্থিতিও কম।

মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার বীরেন্দ্র ভৌমিক জানান, বিগত দিনগুলির তুলনায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে মানুষে ভরপুর। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাটা অনেক বেশি বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫