• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৭:১৬ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৭:১৬ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে শীতার্তদের পাশে দাঁড়ালেন চিকিৎসক

১২ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:০৫

সৈয়দপুরে শীতার্তদের পাশে দাঁড়ালেন চিকিৎসক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তীব্র শীতে অসহায় ও গরিব শীতার্ত মানুষরা কাবু হয়ে পড়েছেন। এ অবস্থায় হাজারখানেক মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়ান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম।

১২ জানুয়ারি শুক্রবার সকালে তাঁরই প্রতিষ্ঠিত প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফঅর) ট্রাস্টের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে শহরের ঢেলাপীর চাঁদভানু কমপ্লেক্সে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের কম্বল তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজী বিভাগের প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম।

এ সময় তার কন্যা ডা. নুসরাত বিনতে নজরুল, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিহা সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন, ব্যবসায়ী মমতাজ মিন্টু, মাহবুবুল ইসলাম, পরিবারের সদস্য, সাংবাদিক ও সুধীজন।

বক্তারা বলেন, শীত ও কুয়াশায় কষ্ট পাচ্ছেন এলাকার মানুষ। তাই মানবিক কারণে একজন চিকিৎসক নিজ এলাকায় কম্বল বিতরণের পাশাপাশি চিকিৎসা ও সাহায্য সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ